নগদ একাউন্ট কিভাবে খুলবেন ও বিস্তারিত সকল তথ্য জেনে নিন!

নগদ ডাক বিভাগের সহজ একটি  মোবাই ব্যাংকিং সেবা যেখানে চাইলেই আপনি যেকোন সময় ঘরে বসে একটি নগদ একাউন্ট তৈরী করতে পারেন, যেটি বাংলাদেশের যে কোন যায়গায় এবং যে কোন অপারেটের সিম কার্ড দিয়ে একটি নগদ একাউন্ট খুলতে পারেন আপনিও । তাই নিচে দেখে নিব খবু সহজে একটি বিকাশ একাউন্ট তৈরী করে পারি । 



প্রথমত দুইটি নিয়মে আপনি একটি একাউন্ট করতে পারেন । 

ক) মোবাইলে ডায়াল করুন *১৬৭# এবং 

খ) একটি নগদ মোবাইল অ্যাপ দিয়ে ।

ক) ইউএসএসডি (USSD) কোড ব্যাবহার করে একটি সহজেই "নগদ" একাউন্ট তৈরী করুন নিচের ধাপগুলো অনুসরণ করেঃ

১) মোবাইলে ডায়াল করুন  *১৬৭# 
২)  প্রযোজ্য শতগুলো পড়ে ও তা সম্মতি জানিয়ে ৪ ডিজেটের পিন দিন। 
৩) পিন পুনারায় কনফার্ম করে দিন 
৪) এবার মুনাফা চান কিনা তা বেছে নিন ।
তারপরেই হয়ে যাবে আপনার একটি নগদ একাউন্ট । 

খ) মোবাইল অ্যাপ দিয়ে নগদ একাউন্ট খুলুনঃ

১) প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন নগদ অ্যাপ
২) অ্যাপ ওপেন করে ভোটার আইডি কার্ড সিলেক্ট করুন তারপর উভয় পাশে ছবি তুলুন 
৩) তারপর একটি সেলফি তুলুন 
৪) শর্তগুলো ভাল্ভাবে পড়ে নিন
৫) একটি স্বাক্ষর দিন 

বেস কাজ শেষ তারপর নগদ একাউন্ট সার্ভিস উপভোগ করুন । ধন্যবাদ




Post a Comment

Previous Post Next Post