IP Address কি এবং কি কাজে ব্যাবহার হয়

"IP Address"  কি শব্দটি আপনি বহুবার শুনেছেন তাতে কোন সন্দেহ নেই। যতক্ষন পযন্ত আপনি না যানবেন IP Address কি, আসলে কিভাবে এটি কাজ করে থাকে বা আপনানি যদি কোন আবছা ধারণা না থাকে। তবে চলুন জেনে নেই।



IP কি? আমরা কেন IP Adress ব্যবহার করি? চলুন জেনে নিই IP (Internet Protocol) সম্পর্কে।

IP হচ্ছে Internet Protocol এর সংক্ষিপ্ত রূপ।

IP কি?

IP Address হলো আধুনিক কম্পিউটার প্রযুক্তির একটি অনন্য পণ্য,যা ইন্টারনেটের মাধ্যমে এক কম্পিউটার (বা অন্যান্য ডিজিটাল ডিভাইস) এর সঙ্গে অন্য একটি ডিজিটাল ডিভাইস এর সাথে যোগাযোগ স্থাপন করে। IP Addressদ্বারা ইন্টারনেটের সাথে সংযুক্ত কোটি কোটি ডিজিটাল ডিভাইস চিহ্নিত করে তাদের অবস্থান কোথায় তা বোঝা যায়। যেমন, কেউ যদি আপনাকে মেইল পাঠাতে চাইলে মেইল এড্রেস লাগবে একই অর্থে, একটি দূরবর্তী কম্পিউটার আপনার কম্পিউটারের সাথে যোগাযোগের জন্য আপনার IP Address প্রয়োজন।

“IP” হল ইন্টারনেটর প্রোটোকল, তাই একটি IP Address হল একটি ইন্টারনেট প্রটোকলের Address। এর অর্থ হল ইন্টারনেট প্রটোকল এড্রেস। অতএব একটি ইন্টারনেট প্রটোকল এড্রেস হল অনলাইনের মাধ্যমে দুটি ডিভাইসে সংযোগ স্থাপনের জন্য, দুটি ডিভাইসের গন্তব্য চিহ্নিত করে ডাটা আদান প্রদানের একটি মাধ্যম।



আমরা কেন IP (Internet Protocol) ব্যবহার করি?

Internet Protocol হল একটি সাংখ্যিক লেবেল যা একটি কম্পিউটার নেটওয়ার্ক থেকে সংযুক্ত প্রতিটি ডিভাইসের জন্য নির্ধারিত হয়। Network এর মাধ্যমে যোগাযোগ করার জন্য Internet Protocol (IP) Address ব্যবহৃত হয়। আরো সংক্ষেপে বলা যায় একটি IP Address হল একটি Network এর Node বা Host সংযোগ এর Logical Identifier. IP network এ প্রতিটি Host কে একটি নির্দিষ্ট নাম্বার দিয়ে নির্দেশ করা হয় আর এই নাম্বারই হচ্ছে IP (Internet Protocol). IP 32 Bit এর হয়ে থাকে, যাকে ৮ Bit করে ৪ ভাগে ভাগ করা হয়।

কাজের ধরণ:
আইপি অ্যাড্রেস স্ট্যাটিক বা ডাইনামিক হতে পারে। স্ট্যাটিক আইপি অ্যাড্রেস কখনো পরিবর্তন করা যায় না। স্ট্যাটিক আইপি অ্যাড্রেস দূরবর্তী কম্পিউটারের সাথে আপনার যোগাযোগ করার জন্য একটি সহজ এবং নির্ভরযোগ্য পন্থা। অনেক ওয়েবসাইট যারা ইন্টারনেট ইউজারদের বিনামূল্যে IP address এর সন্ধান, পরিসেবা প্রদান করে থাকে। আপনি যদি আপনার নিজের IP Address সম্পর্কে জানতে চান, আপনি গুগলে সার্চ দিয়ে সনাক্ত করতে পারেন।

*[সংগ্রহীত পোস্ট]

Post a Comment

Previous Post Next Post