ফ্যানের রেগুলেটর কমিয়ে রাখলে কি বিদ্যুৎ আসলেই কম খরচ হয়
ফ্যান জোরে বা আস্তে ঘুরলে একই বিদ্যুৎ খরচ হয়
এটা নির্ভর করবে আপনি সার্কিটে কোন ধরনের রেগুলেটর লাগিয়েছেন সেটার উপর।
আমাদের বাসাতে সাধারনত যেই সকল রেগুলার লাগানো থাকে সেগুলো মুলতো দুই রকম হতে পারে : ইলেকট্রিকাল রেগুলেটর ও ইলেকট্রনিক রেগুলেটর। ইলেকট্রিক্যাল রেগুলেটর তৈরি হয় ট্যাপিং যুক্ত ইন্ডাকটরের দ্বারা। বৈদ্যুতিক ফ্যান চলার সময় এই রেগুলেটর কমিয়ে দিলে ফ্যানের রোটেশন বা ঘুর্নন কমে কিন্তু রেগুলেটর উত্তপ্ত বা হিট হয়। এই অপ্রয়োজনীয় উত্তাপের কারনেই বৈদ্যুতিক পাওয়ার খরচ হয়। ফলে ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম-বেশির সাথে রেগুলেটর লস যথাক্রমে বেশি ও কম হয় ফলে বৈদ্যুতিক পাখার গতি যাই হোক, বিদ্যুৎ খরচ প্রায় একই হয়। এই রেগুলেটর গুলী সাইজে বড় হয়। পুরাতন মডেলের।
অন্যদিকে ইলেকট্রনিক রেগুলেটর তৈরি হয় থাইরিস্টর জাতীয় ইলেকট্রনিক সুইচিং ডিভাইস দিয়ে। এতে অপ্রয়োজনীয় উত্তাপের পরিমাণ অত্যন্ত নগন্য থাকায় রেগুলেটরে লস খুবই কম হয় বা হয়না বললেই চলে। ফলে বৈদ্যুতিক পাখার গতি কমালে বিদ্যুৎ খরচ কমে এবং পাখার গতি বাড়ালে বিদ্যুৎ খরচ বাড়ে। তাই ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম হলে বিদ্যুৎ খরচও কম হয় ।
