শিক্ষাথীদের জন্য এই ৫টি অ্যাপস খুবই জরুরী
![]() |
বর্তমান যুগের সাথে তালমিলিয়ে চলতে হলে আমদের অবশ্যই ডিজিটাল মাধ্যম প্রয়োজন । বর্তমান সময়ে আমরা বিভিন্ন
মহামারির কারনে ঘরের বাইরে না গিয়ে কিন্তু বিভিন্ন ভাবে পড়ালেখার চেষ্টা করি , এবং
বিভিন্ন অনলাইন ক্লাস করে থাকই, তার পাশাপাশি
যদি পড়ালেখা আরো প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে উন্নতি ঘটাতে পারি তাহলে কেমন হয় । তাই
আজ আমি আপনাদের জন্য অসাধারন ৫টি অ্যাপস নিয়ে এসেছি যা সবার জন্য খুব সাহায্য দায়ক
। চলুন আমারা সেই অ্যাপসগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই ।
1. Merriam-Webste:
ইংরেজী থেকে ইংরেজী ডিকশনারিগুলোর মধ্যে এটি অন্যতম । এটিমূলত শব্দের উচ্চারন ,ডেফিনেশন ,এক্সপল সেন্টেন্স , সমার্থক শব্দ এই অ্যাপসটিতে সহজেই পেয়ে যাবেন ।
2. Bangla Distionary
আমাদের প্রতিনিয়ত ইংরেজি
চর্চা অত্যান্ত প্রয়োজন , তাই আমাদের প্রতিনিয়ত ইংরেজি চর্চার ক্ষেত্রে অনেক শব্দের
অনুবাদ প্রয়োজন হয়ে পরে তাই Bangla Distionary app এর মাধ্যমে আমরা যে কোন শব্দ অনুবাদ
করতে পারি , এই অ্যাপস ব্যাবহারের অত্যান্ত প্রয়োজন । তাছাড়া এখানে কুইজ খেলতেও পারবেন
।
3. Gammarly
Keyboard:
আমাদের
লিখিত বাক্যগুলো অনেক সময় গ্রামারের ভুল সংশোধন করার প্রয়োজন তাই এই অ্যাপস অত্যান্ত
প্রয়োজন ।
4. Desmos
Graphing Calculator
ম্যাথের
ফাংশন গ্রাফ ভালোভাবে শিখতে ও সমাধান পেতে এই অ্যাপসটি অনেক সুবিধা জনক । ফাংশন সম্পর্কে
এখানে পরিষ্কার ধারনা পাবেন।
5. Camscanner:
কোন খাতার নোট থেকে ছবি তুলে সেই ছবিগুলোকে
স্ক্যান করে অপনি পিডিফ (PDF) আকারে নোট মোবাইলে নিনে পারেন ।
Like Comment & Share





