ইউটিউব কি এবং ইনকাম কিভাবে বিস্তারিত


ইউটিউব কি এবং ইনকাম? যদি ইউটিউব থেকে কিভাবে ইনকাম করবে সম্পূর্ন বিস্তারিত। ভিডিও শেয়ার করীদের জন্য YouTube এর কোন বিকল্প নেই (অবশ্যই জেনে রাখা উচিত)



সবাই কেমন অাছেন?
অাশাকরি অনেক ভাল অাছেন? অাজ অাপনাদের মাঝে ছোট একটি টিপস নিয়ে হাজির হলাম।অাশাকরি উপকারে অাসবে তো সরাসরি কাজের কথায় যাওয়া যাক!

ইউটিউব (YouTube) কিঃ-

ইউটিউব একটি আমেরিকান ভিডিও শেয়ারিং বিশাল বড় প্লাটফর্ম । যেটি কিনা ওয়েব ২.০ এর অন্যতম কর্ণধার ইউটিউব বর্তমান ইন্টারনেট জগতের একটি অত্যন্ত জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট যা এর সদস্যদের ভিডিও আপলোড, ভিউ আর আদান-প্রদানের সুবিধা দিয়ে থাকে। আর এই সাইটটিতে আরো আছে ভিডিও পর্যালোচনা, অভিমত প্রদান সহ নানা প্রয়োজনীয় সুবিধা সহ বিভিন্ন উপকারিতাও অনেক।
এখানে যে কোন প্রতিভাবান মানুষ তার প্রতিভার মূলবিষয় বস্তু ভিডিও আকারে শেয়ার করার মাধ্যমে জনপ্রিয়তা লাভ করতে পারেন এবং বর্তমানে শিক্ষামূলক অনলাইন স্কুল গুলো শিক্ষা প্রদান সহ, ছোট শিশুদের বিভিন্ন ধরনের বিনোদনের জন্য বড় একটি প্লাটফর্ম । যেটি কিনা প্রতিটি মানুষের শিক্ষার আসর সহ বিনোদনের জগত বলতে পারি।

ইউটিউব ১৪ ফেব্রুয়ারি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। আর এই প্রতিষ্ঠানটির পেছনে ছিলেন মূলত পেপ্যাল প্রতিষ্ঠানের তিন প্রাক্তন চাকুরীজীবি, চ্যড হারলি, স্টিভ চ্যন আর বাংলাদেশী বংশদ্ভুত জাওয়েদ করিম। বর্তমানে এই প্রতিষ্ঠানটির সদরদপ্তর ৯০১ চেরি এভিনিউ
স্যান ব্রুনো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। বর্তমানে
মালিক আছেন দু জান তারা হলেন আলফাবেট এবং ইনকর্পোরেটেড।



ইউটিউবে ইনকাম (YouTube Earning):-

ইনকামের কথা যদি বলি এই প্লাটফর্ম থেকে আপনি আপনার যোগ্যতার উপরে ইনকাম করতে পারেন। এখনে ইনকামের পদ্ধতি সাধারণত দুভাবেই হয় (১) YouTube Adsense Partnership হয়ে এবং (২) Sponsors করার মাধ্যমে।

ইনকাম বিষয়ে পোস্ট থাকবে পাট ২ তে।

Post a Comment

Previous Post Next Post