No title

প্রয়োজনের বা অপ্রয়োজনে আপনার স্মার্টফোনটি অনেকেই হয়তো বা হাত দিতে পারে। কিন্তু সেই স্মার্টফোনটিতে যদি আপনার Personal কিছু থেকে থাকে তাহলে অস্বস্তির মধ্যে পড়তে হয়।
কিন্তু সেই ফাইল বা ফোল্ডার গোপন করে রাখার জন্য তৃতীয় পক্ষের কিছু অ্যাপ ব্যাবহার করতে হয়। বা সেই অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। কিন্তু সেই তৃতীয় পক্ষের অ্যাপ ব্যাবহার না করেই অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে শুধু ফাইল ম্যানেজার অ্যাপ দিয়েই এই কাজটি করা সম্ভব। যেহেতু আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলো অনেকটাই লিনাক্স অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তিতে তৈরি, তাই এই সুবিধাটি পাওয়া যায়। সেই ফাইল বা ফোল্ডার লুকানো দুভাবে করা যেতে পারে।

পদ্ধতি ১ 
এই পদ্ধতিতে নতুন একটি ফোল্ডার তৈরি করে কাজ করতে হবে। এজন্য প্রথমে ফাইল ম্যানেজার অ্যাপ এ যেতে হতে হবে। নতুন ভাবে একটা তৈরি করতে হবে। অপনি অপনার ইচ্ছেমত ফোল্ডার তৈরি করতে পারেন।ফোল্ডারটি গোপন কিরের জন্য প্রথমে আপনাকে ফোল্ডাররের নামের আগে একটি (.)ডট বসাতে হবে। আপনি যে ফাইলগুলো লাকাতে চান সেগুলো ফোল্ডারের ডট বসানোর আগে পার করে নিতে হবে, এবং তার পর ফোল্ডারের নামের সামনে (.) ডট বসাতে হবে। তাহলে সেই ফোল্ডারটি গোপন হয়ে যাবে।

পদ্ধতি ২ 
অগে থেকে তৈরি করা কোন ফোল্ডার এই পদ্ধতির মাধ্যমে গোপন করা যেতে পারে। প্রথমে ফাইল ম্যানেজার অ্যাপ এ যেতে হবে। যে ফোল্ডারটি গোপন করবেন তা খুলতে হবে৷ তারপর সেখানে একটি নতুন করে একটি ফাইল খুলতে হবে। ফাইলের নাম দিতে হবে '.nomedia'। তারপর ফইল ম্যানেজার থেকে বের হয়ে পুনরায় ফাইল ম্যানেজারে যেতে হবে।

ফোল্ডার যেভাবে দেখা যাবে
ফোল্ডার যেহেতু গোপন করা হয়েছে। তা আপনি কিভাবে দেখবেন -
    পদ্ধতি ১ এর জন্য ফাইল ম্যানেজার অ্যাপের সেটিং অপশনে " Show Hidden File " অপশন চালু করে দিতে হবে। তাহলে সেই ফোল্ডারটি আপনি দেখতে পারবে।
   পদ্ধতি ২ ঠিক একই নিয়মে অপশনটি চালু করা হলেই. nomedia নামের ফাইলটি মুছে ফেলতে হবে। তাহলে ফোল্ডারটি দেখতে পারবেন৷

Topic টি কেমন লেগেছে জানতে ভুলবেনা। আর বন্ধুদের মধ্যে অবশ্যই পোস্টটি শেয়ার করবেন। ধন্যবাদ

Post a Comment

Previous Post Next Post