Part 1
Hello বন্ধুরা সকলে কেমন আছে? আশা করি ভালই আছেন? আজকে এই টপিক এ আলোচনা করবো কিভাবে আপনি আপনার ইউটিউব বা ওয়েব সাইটের জন্যা কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করেতে পারে?
আসলে আমার অনেকে হয়তবা প্রতিনিয়ত ইউটিউব বা ওয়েব সাইট নিয়ে কাজ করি, তার জন্য আমাদের অনেক সময় কিছু ইমেজ এর প্রয়োজন। সেই ইমেজ ডাউনলোড করার জন্য আমরা Google এ Search করি এবং অসংখ্য ছবি পেয়ে থাকি. সেসব ইমেজ যদি আমরা ব্যাবহার করে থাকি তাহলে আমাদের Youtube Channel বা Website এর Copyright ধরে ফেলে এবং নানা ধরনের সমস্যা হয়। অনেক সময় হতোবা আমার আমাদের চ্যানেলের Monitiztion হারিয়ে ফেলি তাই আজ আমি আপনাদের দেখিয়ে দিব কি করে ডাউনলোড করতে হয় ।
প্রয়োজনীয় উপকরণঃ
১. একটি মোবাইল বা কম্পিউটার
২. একটি ওয়েব ব্রাউজার (Google Chrome)
কার্যপ্রণালীঃ
১. প্রথমে ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে।
২. তারপর আপনার যেই ধরনের ইমেজ প্রয়োজন সেইগুলো লিখে সার্চ করুন আমি যেমন Wallpaper নাম দিয়ে Search করেছি।
3. তারপর Setting থেকে Advance Setting এ যাবেন।
৪.তারপর 'Usage Rights' নামে Option পাবেন।
Hello বন্ধুরা সকলে কেমন আছে? আশা করি ভালই আছেন? আজকে এই টপিক এ আলোচনা করবো কিভাবে আপনি আপনার ইউটিউব বা ওয়েব সাইটের জন্যা কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করেতে পারে?
আসলে আমার অনেকে হয়তবা প্রতিনিয়ত ইউটিউব বা ওয়েব সাইট নিয়ে কাজ করি, তার জন্য আমাদের অনেক সময় কিছু ইমেজ এর প্রয়োজন। সেই ইমেজ ডাউনলোড করার জন্য আমরা Google এ Search করি এবং অসংখ্য ছবি পেয়ে থাকি. সেসব ইমেজ যদি আমরা ব্যাবহার করে থাকি তাহলে আমাদের Youtube Channel বা Website এর Copyright ধরে ফেলে এবং নানা ধরনের সমস্যা হয়। অনেক সময় হতোবা আমার আমাদের চ্যানেলের Monitiztion হারিয়ে ফেলি তাই আজ আমি আপনাদের দেখিয়ে দিব কি করে ডাউনলোড করতে হয় ।
প্রয়োজনীয় উপকরণঃ
১. একটি মোবাইল বা কম্পিউটার
২. একটি ওয়েব ব্রাউজার (Google Chrome)
কার্যপ্রণালীঃ
১. প্রথমে ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে।
২. তারপর আপনার যেই ধরনের ইমেজ প্রয়োজন সেইগুলো লিখে সার্চ করুন আমি যেমন Wallpaper নাম দিয়ে Search করেছি।
3. তারপর Setting থেকে Advance Setting এ যাবেন।
৪.তারপর 'Usage Rights' নামে Option পাবেন।
৫. তারপর ড্রপ-ডাউন মেনু পাশে পাবেন সেটিতে যাবেন।
৬. তারপর বিভিন্ন কন্ডিশনের আছে সেগুলো ভালো করে দেওয়া আছে আপনি কোনগুলো ব্যাবহার করতে পারবেন এবং কোনগুলো মডিফাই বা এডিট করতে পারবেন না। এবার সেখান থেকে আপনার পচ্ছন্দমত কন্ডিশন সিলেক্ট করে 'Advance Search'-এ ক্লিক করুন। তারপর দেখবেন সেই কন্ডিশন অনুযায়ী আপনার সামনে ইমেজ বা ছবি দেখানো হবে।
ধন্যবাদ বন্ধুরা পরবর্তী পাট ২ তে Copyright Free Videos এবং Image ডাউনলোড করার জন্য একটি Website এর সাথে পরিচিত করে দিব।
Tags:
Google Free Images






